Romjaner Oi Rojar Sheshe Elo Khushir Eid | রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ | New Eid Song

[ হজরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ‘শাবান মাসের শেষ দিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের উদ্দেশ্য এ মর্মে বক্তব্য দেন যে- ‘হে লোক সকল! অবশ্যই তোমাদের সামনে মহান মাস, বরকতময় মাস উপস্থিত। এ মাসে তোমরা ৪টি আমল বেশি বেশি আদায় করবে। এর মধ্যে দুইটি কাজ আল্লাহর জন্য আর দুইটি কাজ তোমাদের নিজেদের জন্য। ]

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ। 
তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন্‌ আসমানী তাগিদ।। 

 তোর সোনা-দানা বালাখানা সব রাহেলিল্লাহ্‌।
 দে জাকাত মুর্দ্দা মুসলিমের আজ ভাঙাইতে নিদ্‌।। 
 আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদ গাহে। 
যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ।।

 আজ ভুলে যা তোর দোস্ত ও দুশমন হাত মিলাও হাতে।
 তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরীদ।। 

 যারা জীবন ভরে রাখছে রোজা নিত্য উপবাসী। 
সেই গরীব ইয়াতিম মিস্কিনে দে যা কিছু মুফিদ।।

 🟢 𝒫𝑜𝓅𝓊𝓁𝒶𝓇 𝒮𝑜𝓃𝑔 𝐿𝒾𝓃𝓀🟢 


 প্রিয় দর্শক, 

আসসালামুআলাইকুম । 
সুরের ছোঁয়া মিডিয়া পথচলায় আপনাদের মূল্যবান মতামত আশা করছি | 

সুস্থ সংস্কৃতিকে এগিয়ে নিতে আপনাদের অনুপ্রেরনা ৷ আমাদের আগামীর পথ চলায় সাহস যোগায় ৷ তাই আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ৷ 

 তাহলে লাইক,শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ৷ আমাদের নতুন সকল ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ৷ 
 মানসম্পন্ন অডিও-ভিডিও কন্টেন্ট তৈরিতে ডোনেট ও স্পন্সর একটা অপরিহার্য বিষয়। আশা করছি স্পন্সর ও ডোনেশনের মাধ্যমে আমাদের কাজ এগিয়ে নিতে আপনারা সুরের ছোঁয়া মিডিয়ার সহযোগী হবেন ইনশাআল্লাহ। 
 যোগাযোগ:👉 +8801568985827 

 Copyright ©সুরেরছোঁয়ামিডিয়া

Post a Comment

0 Comments