আমাদের চারিদিকে কত সুর।
আমরা প্রতিনিয়ত সুরের মধ্যেই ডুবে আছি।
পাখির কূজন, ঝর্ণার ছলছল, শুকনো পাতার মর্মর,
নদীর কলতান, বৃষ্টির রিমঝিম-এসব কিছুতেই সুর।
প্রকৃতির মাঝেই সুর ছড়িয়ে ছিটিয়ে আছে আবহমান কাল থেকে।
সুর অতি সহজে মানুষের হৃদয়কে স্পর্শ করে।
বিমোহিত করে মানুষের মন |
Social Plugin